রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৩ জন পাইলটই নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) এপি'র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) মস্কোর অদূরে বনাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৩ পাইলটের প্রাণহানি ঘটে।

রুশ সংবাদ সংস্থাগুলো জানায়, রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল। এটি উড্ডয়নের এক ঘণ্টার কিছু বেশি সময় পর বিধ্বস্ত হয়। বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলা জানা যায়। এ সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে সাধারণ জনগণের হতাহতের ঘটনা ঘটেনি।’

দুর্ঘটনার পর রুশ তদন্তকারীরা একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়।