আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৭তম সম্মেলনের জন্য প্রস্তুত লাওস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৭তম সম্মেলনের জন্য প্রস্তুত লাওস/ ছবি: সংগৃহীত

আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৭তম সম্মেলনের জন্য প্রস্তুত লাওস/ ছবি: সংগৃহীত

আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৭তম সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস।

আগামী ২১ থেকে ২৭ জুলাই লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ৫৭তম এএমএম ও সংশ্লিষ্ট সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লাওস ইতোমধ্যেই অতিথিদের আবাসন, পরিবহন এবং যোগাযোগসহ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের অ্যাসোসিয়েশনের ৫৭তম সম্মেলনের (এএমএম) পূর্ণ প্রস্তুতির দিকে মনোনিবেশ করছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সালুমক্সে কোমাসিথকে উদ্ধৃত করে লাও নিউজ এজেন্সি বলেছে, ‘লাওস এবং এই অঞ্চলের জাতীয় স্বার্থের সুবিধার্থে আমরা আসিয়ানের সভাপতিত্বের প্রতিপাদ্যটি অনুধাবন করার জন্য ৯টি অগ্রাধিকার নির্ধারণ করেছি।

সালেমক্সে ৫৭তম এএমএমের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। যা আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। প্রাসঙ্গিক ওয়ার্কিং গ্রুপ খসড়া বিবৃতির আলোচনায় ভাল অগ্রগতি করেছে।

বৈঠকে আসিয়ান কমিউনিটি ভিশন ২০২৫ বাস্তবায়ন এবং এ সংক্রান্ত কৌশলগত পরিকল্পনার খসড়া তৈরির ওপর গুরুত্বারোপ করা হবে।