কমলা হ্যারিস রাষ্ট্রপতি হওয়ার যোগ্য: জো বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কাউন্টির নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য। বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বরেন।

জো বাইডেন বলেন, প্রথম থেকেই আমি এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করিনি। তিনি (কমলা হ্যারিস) প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। সে কারণেই আমি তাকে ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছি।

বিজ্ঞাপন

এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রথমত যেভাবে তিনি নারী স্বাধীনতা, তাদের দেহের নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছেন। দ্বিতীয়ত, প্রায় যে কোনও সমস্যা পরিচালনা করার ক্ষমতার বিষয়টিকে তিনি যেভাবে পরিচালনা করেছেন।

প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট ভুল করে কমলা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করতাম না, আমি কি ভেবেছিলাম তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।"

ট্রাম্পকে উদ্দেম্য করে জো বাইডেন বলেন, বাস্তবতা হল যে আমি মনে করি আমি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি তিনি। আমি তাকে একবার পরাজিত করেছি এবং আমি তাকে আবার পরাজিত করব।