মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) ভারতের নয়াদিল্লির রাইসিনা হলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি শপথগ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।

এছাড়া এ সময় লোকসভার আরো ৫০ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানায়। বাংলাদেশ সময় রাত ৯টা ২১ মিনিট পর্যন্ত যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন-

রাজনাথ সিং
অমিত শাহ
নীতিন গদকরি
জেপি নাড্ডা
শিবরাজ সিং চৌহান
নির্মলা সিতারমন
এস জয়শঙ্কর
মনোহর লাল খাট্টার
এইচ ডি করুণাস্বামী
পিয়ুষ গোয়াল
ধর্মেন্দ্র প্রধান
জিতান রাম মাঝি
রাজিব রঞ্জন সিং ওরফে লালন সিং
সর্বানন্দ সনোয়াল
ডা. বীরেন্দ্র কুমার
কিনজারাপু রাম মোহান নাইডু
প্রহ্লাদ
জোশি
জুয়াল ওরাম
গিরিরাজ সিং
অশ্বিনী বৈষ্ণব
জ্যোতির্দিত্য স্কিন্দিয়া
ভুপেন্দর যাদব
গজেন্দ্র সিং শেখাওয়াত
অন্নপূর্ণা দেবী
কিরেন রাইজু
হরদ্বীপ সিং পুরি
মনসুখ মান্দাভিয়া
জি কিষাণ রেড্ডি
চিরাগ পাসওয়ান
সি আর পাতিল
রাও ইন্দ্রজিৎ সিং
জিতেন্দ্র সিং
অর্জুন রাম মেঘওয়াল
প্রতাপরাও গণপাত্রাও যাদব
জয়ন্ত চৌধূরী
জিতিন প্রসাদ
শ্রীপদ নাইক

বিজ্ঞাপন

শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি অতিথি উপস্থিত হিসেবে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল উইকরেমেসিঙ্গে, মালদ্বীপের রাষ্ট্রপতি ডা. মোহামেদ মুইজ্জু, সিসিলিজের আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৌরিতাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এছাড়া আরো দেশিবিদেশি গণ্যমান্য আট হাজার অতিথি সেখানে উপস্থিত ছিলেন।