বারাণসীতে ৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে মোদি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোটগণনার এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে বারাণসী কেন্দ্র থেকে প্রথম রাউন্ডের ভোটে ৫ হাজার ২৫৭ বেশি ভোটে পিছিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস, জি ২৪ ঘণ্টা ও আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী অজয় রায়। 

ভারতের লোকসভার আসন ৫৪৩টি। সরকার গঠনের জন্য পেতে হবে কমপক্ষে ২৭২ আসন। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস জোট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স এবং রাহুল গান্ধীর কংগ্রেসের জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)।

সারাদেশের চূড়ান্ত ফলাফলের ভোট গণনার পাশাপাশি বারাণসীতেও পৃথকভাবে ভোট গণনা হচ্ছে আজ। প্রথম দিকে বিজেপি এগিয়ে থাকলেও বর্তমানে কেন্দটিতে ইন্ডিয়া এগিয়ে আছে।