২৯৫টির বেশি আসন পাবে ‘ইন্ডিয়া’

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফার ভোটগ্রহণের মধ্যেই দিল্লিতে বৈঠক করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, শরদ পাওয়াররা।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘বিজেপি যে মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল করে দিতে চাইছে, সেটার বাস্তব দিকটা আমরা এই দেশের মানুষকে বলতে চাই। ২৯৫টির বেশি আসন পাবে ইন্ডিয়া জোট। সব নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা এই সংখ্যাটা পেয়েছি।'

বিজ্ঞাপন

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘২৯৫টির বেশি আসন জিততে চলেছে ইন্ডিয়া জোট। বিজেপি এককভাবে ২২০টির মতো আসনে জিততে পারে। এনডিএ জোট পেতে পারে ২৩৫টি আসন। নিজের দমে স্থিতিশীল এবং মজবুত সরকার গঠন করবে ইন্ডিয়া জোট। আর প্রধানমন্ত্রী কে হবেন, তা ৪ জুন ঠিক করা হবে।’

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পরে সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘উত্তরপ্রদেশে সব জেতা আসনে হেরে যাবে বিজেপি। অধিকাংশ আসনেই জিতবে ইন্ডিয়া জোট। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জিএসটি, সিবিআই, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট), আয়করের ভূমিকম্প হচ্ছে। এইসব ভূমিকম্পে ইতি ঘটতে চলেছে এবার।’

বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব বলেন, ‘আমাদের আসন সংখ্যা ২৯৫টির বেশি হবে। ইন্ডিয়া জোট জিতছে। প্রধানমন্ত্রী কে হবেন তা আমরা পরে ঠিক করব। ওদের (বিজেপি) ৪০০ পারের স্লোগান প্রথম দফার ভোটগ্রহণের পরই ফ্লপ হয়ে গেছে।’

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। একাই ৩০৩টি আসন জিতেছিল।

এনডিএয়ের সঙ্গে মিলিয়ে সেই আসন সংখ্যা ৩৫৩টিতে ঠেকেছিল। সেখানে মাত্র ৫২টি আসনে জিতেছিল কংগ্রেস।