১০ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলো ফিনল্যান্ড ও ইউক্রেন

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বুধবার (৩ এপ্রিল) ইউক্রেন সফর করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

স্টাবের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিজ্ঞাপন

এই চুক্তিতে একে অপরের প্রতি রাজনৈতিক সমর্থন, ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রতি সমর্থন এবং ইউক্রেনের সংস্কার ও পুনর্গঠনের জন্য সমর্থনসহ বিভিন্ন বিষয় রয়েছে বলে জানা গেছে।

স্টাবের অফিস ওই বিবৃতিতে আরও জানিয়েছে, ‘ফিনল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে দশ বছরের চুক্তিটি ইউক্রেনকে সমর্থনের ক্ষেত্রে ফিনল্যান্ডের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রমাণ।’

এ ছাড়াও স্টাব প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনের জন্য আনুমানিক প্রায় ১৮৮ মিলিয়ন ইউরো মূল্যের প্রতিরক্ষা উপকরণের আরেকটি প্যাকেজ পাঠাবে ফিনল্যান্ড।

এর ফলে ২০২২ সাল থেকে এ পর্যন্ত ইউক্রেনকে দেওয়া ফিনল্যান্ডের সহায়তার মোট পরিমাণ দাঁড়াবে ২ বিলিয়ন ইউরো।