মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগ
সৌদি আরবের মক্কাভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগ রাশিয়ার মস্কোয় কনসার্টে ইসলামিক স্টেটের (আইএস) হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ নিন্দা জানায় বলে আরব বিশ্বের খবর প্রচারকারী সংবাদমাধ্যম আশরাক আল-আওসাত এ খবর জানায়।
দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগের জেনারেল সেক্রেটারি এক বিবৃতিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিম বিশ্ব যে কোনো সন্ত্রাসী হামলাকে প্রত্যাখ্যান করে। শুধু তাই-ই নয়, তারা সবধরনের উগ্র কর্মকাণ্ডকে নিন্দা জানায়।
বিবৃতিতে তিনি রাশিয়া সরকারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহত ও আহতদের পরিবারের সদস্যের সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো শহরের পাশে কনসার্ট চলাকালে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ৬০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
এর আগে ২০০৪ সালে রাশিয়ার বেসলান স্কুলের শিক্ষার্থীদের একটি হলরুমে জিম্মি করে বন্দুকধারীরা গ্যাস স্প্রে করে নির্বিচারে গুলি করে। সে সময় হলরুমে রক গ্রুপ ‘পিকনিক’-এর সঙ্গীতানুষ্ঠান চলছিল। এ হলরুমের ৬ হাজার দুইশ আসন তখন কাণায় কাণায় পূর্ণ ছিল।