রাশিয়ায় কনসার্টে সন্ত্রাসী হামলা, নিহত ৪০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি কনসার্ট সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এছাড়াও শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে দেশটির রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা কনসার্ট চলাকালীন তিন থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি কনসার্ট হলের ভেতরে গুলি চালিয়েছে। এসময় তারা অগ্নিসংযোগকারী গ্রেনেড বা বোমা নিক্ষেপ করে, যার থেকে বিস্ফোরণ ঘটে কনসার্ট হলের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।