ন্যাটোর ৩২তম সদস্য সুইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোয় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামরিক জোটে যোগদানের প্রক্রিয়া শেষ করে দেশটি। এর মধ্য দিয়ে ন্যাটোর ৩২তম সদস্যরাষ্ট্র হলো সুইডেন।

বিজ্ঞাপন

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর সুইডেন সামরিক জোটে যোগদানের আবেদন করে। প্রায় দুই বছর পর সদস্যপদ পেল সুইডেন।

ন্যাটোর সদস্যপদ পাওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের পথনির্দেশক আলো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটো আজ যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। ন্যাটো আরও ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ এবং গতিশীল হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যারা অপেক্ষা করে, তারা ভালো কিছুই পায়। আমাদের প্রতিরক্ষা জোট এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও বড়।

ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, সুইডেন তাদের ‘সক্ষম সশস্ত্র বাহিনী এবং প্রথম শ্রেণির প্রতিরক্ষা শিল্প’ নিয়ে ন্যাটোতে যোগ দিয়েছে। ফলে এই জোট আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ন্যাটোতে সুইডেনের যোগদানকে স্বাগত জানিয়ে বলেছেন, ইউরোপের আরও একটি দেশ রাশিয়ার মন্দ থেকে আরও সুরক্ষিত হয়েছে।

রাশিয়া সুইডেনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় অনির্দিষ্ট রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।