তৃণমূল কর্মী হত্যা, নওশাদের আগাম জামিন মঞ্জুর

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূল কর্মী রাজু নস্করের খুনের মামলায় তাকে আগাম জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

এনডিটিভি জানিয়েছে, গত বছর ১৬ জুন পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে খুন হয়েছিলেন রাজু নস্কর নামের ওই তৃণমূল কর্মী।

বিজ্ঞাপন

ওই খুনের ঘটনায় বিধায়ক নওশাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নওশাদসহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছিল। অভিযোগ করেছিলেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।

তার অভিযোগ ছিল, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েকজন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তার শ্বশুর রাজু ভাঙড়-২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন।

ঋত্বিক অভিযোগে বলেছিলেন, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়ে তিনি পালিয়ে যেতে পারলেও তার শ্বশুরকে পিটিয়ে মারা হয়।

অভিযোগের জেরে নওশাদদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছিল। ভবানী ভবনে তলব করে তাকে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি।

নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম তার পক্ষে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তা মঞ্জুর হয়।