রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সফল সাইবার হামলার দাবি ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাইবার হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রয়টার্সকে কিয়েভ জানিয়েছে, তাদের এ সফল হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে।

ইউক্রেন জানিয়েছে, ওই হামলার পরে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সঙ্গে মস্কোর যোগাযোগ ব্যাহত হয়।

ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে আরও বলা হয়, সাইবার হামলাটি কার্যকর ছিল। যদিও ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়। যদিও এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ‘সমস্যাটি ডোমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনের’ সঙ্গে যুক্ত ছিল এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধানও করা হয়।’