ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় শনিবার ভোরে (১৩ জানুয়ারি) নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর একদিন আগে উভয় দেশ ইয়েমেনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংবাদ মাধ্যম সূত্রে রয়টার্স জানিয়েছে, সানার আল দাইলামি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সর্বশেষ হামলা চালিয়েছে। এই বিমান ঘাঁটি ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে।

বিজ্ঞাপন

এক্স-এ পোস্ট করা হুথিদের আল মাসিরা টিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শত্রুরা রাজধানী সানার বেশকিছু স্থাপনায় কয়েক দফা হামলা চালিয়েছে।

আল দাইলামি ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে বলে আল মাসিরা টিভির খবরে বলা হয়েছে।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর নতুন হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি স্থানীয় সময় শনিবার ভোরে ইয়েমেনে হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগের দিনের হামলার সূত্র ধরেই সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, হামাসের ওপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছিল। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করে।