সোমালিয়ায় জাতিসংঘের হেলিকপ্টার আটক করেছে আল-শাবাব
সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার দেশটির সশস্ত্র গোষ্ঠীর দখলে থাকা অঞ্চলে অবতরণ করার পরে সেটি আটক করেছে ইসলামীপন্থী জঙ্গী গোষ্ঠী আল-শাবাব।
আল-কায়েদা-সংযুক্ত গোষ্ঠীটি বুধবার (৮ জানুয়ারি) গালমুডগ রাজ্যে ওই হেলিকপ্টারের বেশ কয়েকজন যাত্রীকেও আটক করেছে বলে জানা গেছে।
আল-জাজিরা জানিয়েছে, জাতিসংঘের একটি অভ্যন্তরীণ বিবৃতিতে বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি গালগাদুদ অঞ্চলের গাদুন গ্রামের কাছে অবতরণ করে।
মোগাদিশুতে জাতিসংঘের একজন কর্মকর্তাও আল-জাজিরাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাতিসংঘের ওই অভ্যন্তরীণ বিবৃতি অনুযায়ী, সামরিক কর্মী এবং ঠিকাদারসহ বিমানটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্য থেকে অন্তত ৬ যাত্রীকে আল-শাবাব আটক করেছে বলে জানা গেছে।
জাতিসংঘ জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফ্রিকার আশেপাশে জাতিসংঘের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে মেজর হাসান আলী জানিয়েছেন, ‘মধ্য সোমালিয়ার বেলেডওয়েন শহর থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ত্রুটির সম্মুখীন হয়।’
তিনি বলেন, ‘হেলিকপ্টারে দুই সোমালি পুরুষ এবং বেশ কয়েকজন বিদেশী ছিলেন। হেলিকপ্টারটি চিকিৎসা সামগ্রীও বহন করছিল এবং এটির গালগুডুড অঞ্চল থেকে আহত সেনাদের পরিবহন করার কথা ছিল।’
ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘প্রতিক্রিয়ার চেষ্টা চলছে। বোর্ডে থাকা সকলের নিরাপত্তার স্বার্থে আমরা এই মুহুর্তে আর কিছু বলতে চাচ্ছি না। আমরা এটি সমাধানের চেষ্টায় পুরোপুরি নিযুক্ত আছি।’
উল্লেখ্য, মোগাদিশুতে ভঙ্গুর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১৬ বছরের রক্তক্ষয়ী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে এই আল-শাবাব।
তবে, বুধবারের ঘটনা সম্পর্কে সোমালি সরকারের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।