জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬১

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানে নববর্ষের দিন প্রায় আট বছরের মধ্যে দেশটির সবচেয়ে মারাত্মক ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে এখনো প্রায় ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেবলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ শতাধিক লোককে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাপানের পশ্চিম উপকূলের নোটো উপদ্বীপে আঘাত হানা ৭.৬ মাত্রার ভূমিকম্প অনেক বাড়িঘড় ধ্বংস হয়। এতে ভবন ধসের পাশাপাশি বড় ধরনের আগুনের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

নিহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে ওয়াজিমা ও সুজুতে। শহর দুটি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দুই হাজারের বেশি লোক বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে। অনেকে জরুরি আশ্রয়কেন্দ্রে থাকছেন। ঘরছাড়া মানুষদের জাপানি সামরিক বাহিনী তাদের খাবার, পানি ও কম্বল সরবরাহ করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে বলছে, তারা ত্রাণ ও উদ্ধারকার্য চালাতে প্রায় ৬ হাজার সৈন্য পাঠিয়েছে।

নতুন বছরের প্রথম দিন থেকে সোমবার (৮ জানিয়ারি) ভোর পর্যন্ত এক হাজার ২০০-এর বেশি ঝাঁকুনি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।