আকাশে উড়ার আগেই যাত্রীদের সামনে ক্রুর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ এয়ারওয়েজের ৫২ বছর বয়সী ক্রু সদস্য বিমানটি আকাশে উড়ার আগেই যাত্রীদের সামনে মারা যান। বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। সে সময় আকস্মিকভাবে এই ফ্লাইট অ্যাটেনডেন্ট মৃত্যুবরণ করেন ।

রোববার (৭ জানুয়ারি) দ্য সানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দ্য সান জানিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত একজন যাত্রী লোকটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তাকে জরুরিভিত্তিতে সেবা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে চিকিত্সকদেরও ডাকা হয়। কিন্তু ঘটনাস্থলেই ফ্লাইট অ্যাটেনডেন্টের মৃত্যু হয়।  পরে ফ্লাইটটিও বাতিল করা হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন যাত্রীরা এবং বিমান কর্তৃপক্ষ।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস মেট্রো ইউকে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের ক্রুদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি।

দ্য সান জানিয়েছে, তার কোন অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা ছিল না। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ব্রিটিশ এয়ারওয়েজের বিমান কর্তৃপক্ষ বলেছে, এই কঠিন সময়ে আমরা আমাদের সহকর্মীর পরিবারের সাথে রয়েছি।’

ফক্স নিউজের মতে, সাম্প্রতিক সপ্তাহে এটি দ্বিতীয় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্টের মৃত্যুর ঘটনা এটি। এর আগে ২৩ ডিসেম্বর ফ্লাইটের মধ্যে অন্য একজন ক্রু সদস্যকে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়।