গোপন তথ্য চুরির জন্য উত্তর কোরিয়াকে অভিযুক্ত করলো সিউল

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে একটি নতুন লেজার অস্ত্র সিস্টেম এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা গোপনীয়তার গোপন তথ্য চুরি করার অভিযোগ এনেছে সিউল।

উত্তর কোরিয়ার ওই হ্যাকার গ্রুপ ‘আন্ডারিয়েল’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

আন্ডারিয়েলের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থাগুলো থেকে প্রচুর পরিমাণে ডেটা অ্যাক্সেস করার পরে ১৪টি সংস্থার ডেটা চুরির অভিযোগ আনা হয়েছে।

সিউল দাবি করেছে, পিয়ংইয়ংয়ের হ্যাকাররা উন্নত বিমান বিধ্বংসী অস্ত্রের তথ্যসহ ১.২ টেরাবাইট ডেটা চুরি করেছে।

ওই সাইবার হ্যাকিং ঘটনার পর সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি এবং ইউএস ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) গ্রুপের ডেটা ফাঁসের পরিমাণ নির্ধারণ করতে একসঙ্গে কাজ করছে।

উল্লেখযোগ্যভাবে, ইউএস ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি ২০১৯ সালে আন্ডারিয়েলকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত হ্যাকিং গ্রুপ হিসাবে তালিকাভুক্ত করে।

সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ৮৩বার প্রক্সি সার্ভার অ্যাক্সেস করার অভিযোগ করেছে।

কিন্তু, পিয়ংইয়ং বরাবরই সাইবার অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।