৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান জাপানে বিধ্বস্ত
আটজন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান জাপানের ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে।
জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, বিধ্বস্ত বিমানের একজনকে পাওয়া গেছে। তবে অন্যদের অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সিভি-২২ অসপ্রে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানের বাম ইঞ্জিনে আগুন লাগে।
বিমানটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ইয়াকুশিমা, কাগোশিমা প্রিফেকচারে, জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত।