পাকিস্তানে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ৩৫
পাকিস্তানের করাচির একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় শনিবার সকালে (২৫ নভেম্বর) ১১ জনের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও মলে অনেকে আটকে রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় ফায়ার সার্ভিস।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ভোরের দিকে করাচির আরজে শপিং মলে আগুন লাগে।
ওই সময় আগুনের লেলিহান শিখা দেখা যায় অনেক দূর থেকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজ শুরুর আগেই কমপক্ষে ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়।
এর পর তারা প্রায় ৫০ জনকে নিরাপদে বের করে আনেন মলটি থেকে।
পাশাপাশি শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু শপিং মলের ভেতরের কোনও ঘরে আগুন লাগায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেকায়দায় পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা।
এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।