হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ইসলামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে জার্মানিতে পুলিশের অভিযান

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামবুর্গ ইসলামিক সেন্টারের বাইরে জার্মানির পুলিশ। ছবি : সংগৃহীত

হামবুর্গ ইসলামিক সেন্টারের বাইরে জার্মানির পুলিশ। ছবি : সংগৃহীত

ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সন্দেহজনক যোগসূত্রের অভিযোগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জার্মানির শত শত পুলিশ দেশটিজুড়ে অভিযান চালিয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে ইহুদি-বিদ্বেষের ফুসকুড়ি ঠেকাতে পদক্ষেপ নিয়েছে বার্লিন।

বিজ্ঞাপন

এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলে ইসলামপন্থী গোষ্ঠীর দ্বারা পরিচালিত গত ৭ অক্টোবরের মারাত্মক হামলার পরিপ্রেক্ষিতে হামাসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করার পরে ৫৪টি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে জার্মানির পুলিশ।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, ‘আমাদের দৃষ্টিতে ইসলামপন্থীরা রয়েছে। এই অভিযান এমন সময় পরিচলিনা করা হচ্ছে, যখন অসংখ্য ইহুদি বিশেষভাবে হুমকি বোধ করছে। জার্মানি ইসরায়েলের প্রতি শত্রুতামূলক ইসলামবাদী প্রচার বা ইহুদিবিরোধী উসকানি সহ্য করবে না।’

বৃহস্পতিবারের অভিযানটি হামবুর্গ ইসলামিক সেন্টার এবং পাঁচটি অধিভুক্ত গ্রুপকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

হামবুর্গ ইসলামিক সেন্টার ইতিমধ্যেই জার্মানির গোয়েন্দাদের নজরদারির অধীনে ছিল এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বাস করে যে, এটির কার্যক্রম ইরানের সর্বোচ্চ নেতাদের বিপ্লবী ধারণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, যা জার্মানির সাংবিধানিক আদেশের লঙ্ঘন।

তবে ওই অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।