রাশিয়াকে আভদিভকায় ভারী মূল্য দিতে হবে : জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (১৪ নভেম্বর) বলেছেন, দেশটির ছিন্নভিন্ন পূর্ব শহর আভদিভকার প্রতিরক্ষা কিয়েভের যুদ্ধ পরিকল্পনার মূল চাবিকাঠি ছিল এবং সেখানে ভারী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া।

এদিকে জেলেনস্কির চিফ অফ স্টাফ প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, দক্ষিণ খেরসন অঞ্চলে ইউক্রেন বাহিনী ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, যা ক্রিমিয়ায় আক্রমণের একটি নতুন লাইন খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাশিয়ার সেনারা এক বছর আগে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সরে গিয়ে পূর্ব দিকে অবস্থান নিয়েছিল, যেখান থেকে তারা বিপরীত দিকের শহর ও গ্রামগুলোতে নিয়মিত গোলাবর্ষণ করছে।

রয়টার্স জানিয়েছে জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেন, ‘আভদিভকাসহ পূর্ব ডোনেটস্ক অঞ্চলে রাশিয়া তীব্র হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘রাশিয়া ইতিমধ্যেই আভদিভকার কাছে তার সেনা এবং সরঞ্জাম হারাচ্ছে। আভদিভকায় অবশ্যই ভারী মূল্য দিতে হবে রাশিয়াকে।’

তিনি আরও বলেন, ‘তাদের চাপ সহ্য করা অত্যন্ত কঠিন। আভদিভকার কাছে রাশিয়ার বাহিনী যতো বেশি ধ্বংসযজ্ঞ চালাবে, সামগ্রিক পরিস্থিতি এবং এই যুদ্ধের সামগ্রিক গতিপথের জন্য সেটা ততো বেশি খারাপ হবে।’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর বাহিনী মে মাস থেকে ইউক্রেন কর্তৃক পুনরুদ্ধার করা বাখমুতের নিকটবর্তী গ্রামের চারপাশে পাঁচটি হামলা প্রতিহত করেছে। এতে বলা হয়, রাশিয়া বাহিনীর মোকাবিলায় ইউক্রেনের ৩০০ জন নিহত ও আহত হয়েছে।

রয়টার্স অবশ্য উভয় পক্ষ থেকে যাচাই যাচাই করতে পারেনি।

প্রসঙ্গত, বাখমুত অবদিভকা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে এবং রাশিয়া নিয়ন্ত্রিত আঞ্চলিক রাজধানী ডোনেটস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন বলেছেন, ‘আভদিভকার দক্ষিণে সবচেয়ে তীব্র লড়াই চলছে। গত তিন দিন ধরে দখলদাররা সক্রিয়ভাবে ডোনেটস্ক অঞ্চলে, বিশেষ করে আভিভকার আশেপাশে নির্দেশিত বিমান হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ইউক্রেন বাহিনী গত ২৪ ঘণ্টায় ১৮টি রুশ হামলা প্রতিহত করেছে।