জি-৭ যুদ্ধবাজ ও পরমাণু যুদ্ধের বণিক : উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উত্তর কোরিয়ার নেতা কিম উং-উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম উং-উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সমালোচনা করে জি-৭ ব্লকের দেওয়া বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, ধনী দেশগুলোর গ্রুপিং অবিলম্বে ভেঙে ফেলা উচিত।

রয়টার্স জানিয়েছে, জি-৭ এর বিবৃতিকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিত্তিহীন বলে দাবি করে এর নিন্দা জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জো চোল সু।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ খবর জানিয়েছে। জো চোল সু বলেছেন, ‘স্নায়ুযুদ্ধের অবশিষ্টাংশ এই জি-৭ জোট অবিলম্বে ভেঙে দেওয়া উচিত।’

জি-৭ ব্লককে শান্তি বিঘ্নকারী, যুদ্ধবাজ ও পরমাণু যুদ্ধের বণিক হিসেবে অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা এক বিবৃতিতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরন তাদের দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি এবং সম্প্রতি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উভয় দেশকে এ ধরনের কর্মকান্ড পরিহার করার আহ্বান জানিয়েছে।

এদিকে, উত্তর কোরিয়া গত বছর নিজেকে অপরিবর্তনীয় পরমাণু শক্তিধর দেশে ঘোষণা করে জানিয়েছিল যে, তারা তাদের পরমাণু কর্মসূচি কখনওই পরিত্যাগ করবে না। একে নিজের অস্তিত্বের জন্যে প্রয়োজনীয় বলে দাবি করেছে উত্তর কোরিয়া।