কায়রো পৌঁছেছে গাজা থেকে সরিয়ে নেওয়া রাশিয়ানদের প্রথম দল

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কায়রোতে পৌঁছানোর পর আলিঙ্গনরত এক রাশিয়ার নাগরিক। ছবি : সংগৃহীত

কায়রোতে পৌঁছানোর পর আলিঙ্গনরত এক রাশিয়ার নাগরিক। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া রাশিয়ার নাগরিকদের ৭০ জনের প্রথম দলটি কায়রোয় রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল সদর দপ্তরে পৌঁছেছে। খবরটি নিশ্চিত করেছেন তাস’র এক সংবাদদাতা।

রুশ নাগরিকদের বহনকারী তিনটি মিনিবাস সোমবার (১৩ নভেম্বর) সদর দপ্তরের কাছের একটি হোটেলের কনফারেন্স হলে পৌঁছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, তাদের সঙ্গে চিকিৎসাকর্মীদের দল ও জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।

রুশ জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা ড্যানিল মার্টিনভ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গাজা ছেড়ে যেতে ইচ্ছুক এক হাজারের বেশি রুশ নাগরিকদের সরিয়ে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত রাশিয়ার জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল গ্রুপটি মিশরে থাকবে।’

তিনি বলেন ‘সবাইকে সরিয়ে নিতে যতদিন লাগবে, আমরা ততদিন এখানে থাকব। আমরা তখনই চলে যাব যখন শেষ স্বদেশী বা সাহায্যপ্রার্থী ব্যক্তিকে বের করে নিয়ে বিমানে তুলে দেওয়া হবে।’

তিনি জোর দিয়ে বলেন, অপারেশনাল গ্রুপ কয়েক দিনের মধ্যে রাশিয়ার সকল নাগরিক এবং সাহায্যপ্রার্থীদের প্রায় ১ হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘যদি চেকপয়েন্টটি খোলা থাকে তবে কাজটি শেষ করতে আমাদের কয়েক দিনের প্রয়োজন হবে।’

ড্যানিল মার্টিনভ বলেন, গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জন রাশিয়ানের প্রথম দলটি ১৩ নভেম্বর সকালে মস্কোর উদ্দেশে রওনা হবে।

তিনি বলেন, ‘আগামীকাল ১০ টায় আমরা কায়রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হচ্ছি। সেখানে মস্কোর একটি বিমান আমাদের জন্য অপেক্ষা করছে।’