শক্তিশালী ভূমিকম্পে দুইবার কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মাত্র এক মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠেছে দেশটি। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ ও ৭ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয় ভূমিকম্পগুলো স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে অনুভূত হয়েছিল। ভূমিকম্পের গভীরতা কেন্দ্রস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.৩ মাইল) গভীরে পরিমাপ করা হয়েছিল।
তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্পগুলোর কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
এছাড়া তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বান্দা সাগর হল প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা চারটি সাগরের একটি।
এর আগে চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।