ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ভোররাতে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (৬ নভেম্বর) মধ্য আফ্রিকার দেশটিতে এই হতাহতের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ক্যামেরুনের স্থানীয় সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা সোমবার সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় পুরুষ, নারী ও শিশুদের হত্যা করে।

প্রতিবেদনে বলা হয়, ইংরেজিভাষী এই বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে আসছিল। ২০১৭ সাল থেকে সশস্ত্র এই দলটি সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে এবং এই অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

মেকালা আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী এলাকাটি অনুসন্ধান করছে। এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়ার আর কিছু নেই।’

তবে এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।  তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।