মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরার জানিয়েছে, সোমবার ভোরে সুয়েজ খাল সংলগ্ন শহর ইসমাইলিয়ায় একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের নিরাপত্তা অধিদফতর আগুনে পুড়ে গেছে।

বিজ্ঞাপন

দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।