মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্যাবনের সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলী বঙ্গো ওন্ডিম্বার সঙ্গে সিলভিয়া বঙ্গো ভ্যালেন্টিন। ছবি : সংগৃহীত

আলী বঙ্গো ওন্ডিম্বার সঙ্গে সিলভিয়া বঙ্গো ভ্যালেন্টিন। ছবি : সংগৃহীত

গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বার স্ত্রী সিলভিয়া বঙ্গো ভ্যালেন্টিনকে মানি লন্ডারিংসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

দেশটির এক পাবলিক প্রসিকিউটর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ খবর নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, এক মাস আগে একটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আলী বঙ্গো ওন্ডিম্বা।

বিজ্ঞাপন

ওডিম্বাকে গত ৩০ আগস্ট ক্ষমতাচ্যুত করার পর থেকে সিলভিয়া বঙ্গো ভ্যালেন্টিনকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে জানা গেছে।

তার বড় ছেলে নুরেদ্দিন বঙ্গো ভ্যালেন্টিনের বিরুদ্ধেও ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

গ্যাবনের সাবেক এই ফার্স্ট লেডিকে গত বৃহস্পতিবার একজন তদন্তকারী বিচারক মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত করেন।

পারলিক প্রসিকিউটর আন্দ্রে প্যাট্রিক রোপোনাট শুক্রবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সিলভিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো পড়ে শোনান।

রোপোনাট বলেন, সিলভিয়ার গৃহবন্দিত্বের আদেশও বহাল রাখা হয়েছে।

এদিকে, সিলভিয়ার একজন আইনজীবী চলতি মাসের শুরুতে বলেছিলেন, সাবেক ফার্স্ট লেডিকে আইনি কাঠামোর বাইরে যোগাযোগহীন রাখা হচ্ছে।