মরক্কোয় জার্মান রেডক্রসের ত্রাণ সহায়তা প্রচেষ্টা ব্যর্থ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভূমিকম্পবিধ্বস্ত মরক্কোর চিত্র। ছবি : সংগৃহীত

ভূমিকম্পবিধ্বস্ত মরক্কোর চিত্র। ছবি : সংগৃহীত

ভূমিকম্পবিধ্বস্ত মরক্কোতে সাহায্য বিতরণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে জার্মান রেডক্রস (ডিআরকে)। এনডিটিভি জানিয়েছে, এ খবর বৃহস্পতিবার নিশ্চিত করেছে ডিআরকে।

ওই সিদ্ধান্তের বিশদ বিবরণ না দিয়ে ডিআরকে বলেছে, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যে কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম ও প্রবিধানের কারণে আজ বিমানটি উড্ডয়ন করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা এই সমস্যার জন্য গভীরভাবে অনুশোচনা করছি। কারণ, মরক্কোর জনগণের জরুরিভাবে সাহায্যের প্রয়োজন।’

বিজ্ঞাপন

মরক্কোয় গত সপ্তাহে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই আটলাস পর্বতমালার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা।

তবে দেশটি ফ্রান্স এবং জার্মানিসহ কয়েকটি দেশ থেকে সাহায্যের প্রস্তাব গ্রহণ করেনি। তারা শুধুমাত্র কয়েকটি নির্বাচিত উদ্ধারকারী দলকে অনুমতি দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার লাইপজিগ বিমানবন্দর থেকে মরক্কো যাওয়ার উদ্দেশে জার্মান ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল।

ডিআরকে বলেছে, তারা ওই বিলম্বের সমাধান করার জন্য পূর্ণ গতিতে কাজ করছে।

রেডক্রস মঙ্গলবার ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের জন্য একটি আবেদন করেছে।

স্পেন, ব্রিটেন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উদ্ধারকারী দলগুলোকে তার সাহায্যে আসার অনুমতি দিয়েছে মরক্কো। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশসহ অন্যান্য কয়েকটি দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।