বেলুচিস্তানে সশস্ত্র সংঘর্ষে নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ফ্রন্টিয়ার কর্পস কর্মীরা। ছবি : সংগৃহীত

এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ফ্রন্টিয়ার কর্পস কর্মীরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি এলাকায় সশস্ত্র সংঘর্ষে ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আবরো এবং লেহরি উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায়, দুই উপজাতি গোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিরা একে অপরের বিপরীতে অবস্থান নেয় এবং গুলি শুরু করে।

ডন জানিয়েছে, কিছুক্ষণ স্থায়ী ওই গোলাগুলিতে উভয় পক্ষের ছয়জন নিহত হয়।

লেভিস ফোর্সের একটি বড় ইউনিট এবং কাছি জেলা প্রশাসক জাহানদাদ খান মন্দোখাইল দুই উপজাতির সশস্ত্র লোকদের সংঘর্ষ থামাতে উক্ত এলাকায় ছুটে যান।

লেভিস ফোর্সের কর্মকর্তারা বলেছেন, ‘দুটি উপজাতির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ যার ফলে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যার ফলে ছয়জন নিহত হয়েছে।’

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করার সময় তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ফ্রন্টিয়ার কর্পস কর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে এবং তারা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তারা স্থানীয় সরকারকে ফের সহিংসতা প্রতিরোধে সহায়তা করেছে।