ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি অপরিচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়তে দেখেছে।

এমন সময় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হলো যখন মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় রয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মনে করা হচ্ছে অস্ত্র বিক্রি করতে ক্রেমলিন সফর করছেন কিম।

২০১৭ সালে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া চলতি বছর অসংখ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

পিয়ংইয়ং গত ৩০ আগস্ট দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। কিম গত সপ্তাহে দেশের প্রথম পারমাণবিক হামলা চালাতে সক্ষম সাবমেরিনের উদ্বোধন করেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং তা উৎক্ষেপণও করা সম্ভব।

উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন জানিয়েছেন, এর ফলে দেশের নৌবাহিনী আরও শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেল।