লিবিয়ায় মৃতের সংখ্যা ৩ হাজারে পৌঁছালো
গত শুক্রবার রাতে জোরালো ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত হয়েছে মরক্কো। মরক্কোর ওই বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তর আফ্রিকারই আরও একটি দেশ লিবিয়ায় তাণ্ডব চালিয়েছে বিধ্বংসী ঝড় ‘ড্যানিয়েল।’
রবিবার (১০ সেপ্টেম্বর) পূর্ব লিবিয়ায় আছড়ে পড়ে ঝড় ড্যানিয়েল। এই ঝড়ের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর।
লিবিয়ার শহর বেনগাজির কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ৩ হাজারে পৌঁছেছে।
লিবিয়া সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ মিসমারি জানিয়েছেন, দেরনায় বেশ কয়েকটি নদী রক্ষা বাঁধ রয়েছে। ঝড়ের তাণ্ডবে তিনটি বাঁধ ভেঙে যাওয়ায় জলের স্রোত বহু বসতি ভাসিয়ে নিয়ে একেবারে সমুদ্রে নিয়ে ফেলেছে। আর এই কারণেই বহু মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন হাজারো মানুষ।
লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ এক টেলভিশন বার্তায় জানিয়েছেন, দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ৬ হাজার।
গত সপ্তাহে গ্রিসে আছড়ে পড়েছিল এই ড্যানিয়েল। তারপর সেটি লিবিয়ার দিকে এগোতে শুরু করে।
রবিবার ভয়ঙ্কর শক্তি নিয়ে আছড়ে পড়ে লিবিয়ার উপকূলীয় শহর দেরনা এবং দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির উপর।
দেরনার বাসিন্দা আহমেদ মোহাম্মদ রয়টার্সকে বলেন, ‘আমরা তখন ঘুমাচ্ছিলাম। পুরো শহর তখন ঘুমে আচ্ছন্ন। ঘুম ভাঙতেই দেখি বা়ড়ির চারপাশ দিয়ে জলের স্রোত বইছে। সে কী ভয়ঙ্কর স্রোত! সেই জলের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছ গিয়েছিল। আমরা বেরোনোর চেষ্টা করেও পারিনি। শেষে বাড়ির ছাদে আশ্রয় নিই।’