মরক্কোর পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মারাকেশের মৌলে ব্রাহিম গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করছে স্থানীয়রা৷ ছবি : সংগৃহীত

মারাকেশের মৌলে ব্রাহিম গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করছে স্থানীয়রা৷ ছবি : সংগৃহীত

মরক্কোর সিনেটর এবং সাবেক পর্যটন মন্ত্রী লাচেন হাদ্দাদ বিবিসিকে বলেছেন, এটলাস পর্বতমালার প্রত্যন্ত গ্রামে দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, সেখানকার শতাব্দী প্রাচীন ভবনগুলোর মধ্যে বেশ কিছু পাহাড়ে অবস্থিত।

বিজ্ঞাপন

হাদ্দাদ আরও বলেন, ‘তবুও, সেনাবাহিনীসহ উদ্ধারকারী দলগুলো অনেক গ্রামে পৌঁছানোর ক্ষেত্রে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা সেখানে পৌঁছে ধ্বংসস্তূপ পরিষ্কার করে জীবিত ও মৃতদের খুঁজে বের করছে।’

এদিকে, মরক্কোর সেনাবাহিনী গত শুক্রবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর একটির প্রধান রাস্তা পরিষ্কার করে সেখানকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা ।
করেছে।

বিজ্ঞাপন

হাদ্দাদ আশা প্রকাশ করেছেন যে, আরও অনেক মানুষকে জীবিত পাওয়া যাবে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা সম্ভবত বাড়তে পারে। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে পরে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, মরক্কোর মধ্যাঞ্চলে শুক্রবারের (৮ সেপ্টেম্বর) ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আনুষ্ঠানিক সূত্রের বরাতে রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।

৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২ জনে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়বে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভূমিকম্পে আহত ২ হাজার ৫৯ জনের মধ্যে ১৪০০ জনের অবস্থা গুরুতর। আর সবচেয়ে বেশি হতাহত হয়েছেন মারাক্কেশের দক্ষিণে অবস্থিত প্রদেশগুলোতে।

বিবিসি বলছে, ভয়াবহ এই ভূমিকম্প ও হতাহতের ঘটনায় রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। অবশ্য ভূমিকম্পে বাড়িঘর হারিয়ে অনেকেই তাদের টানা দ্বিতীয় রাত খোলা আকাশের নিচে কাটাচ্ছেন।

মরক্কোর সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ সশস্ত্র বাহিনীকে বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং একটি সার্জিক্যাল ফিল্ড হাসপাতাল তৈরি করার নির্দেশ দিয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার রাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।