শক্তিশালী ভূমিকম্পে মরক্কোতে ২৯৬ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে মরক্কোতে ২৯৬ জনের মৃত্যু হয়েছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৯৬ এবং ১৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় আটলাস পর্বতমালার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানায়।

ওই অঞ্চলে ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা আরও জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। আর ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।

ভূমিকম্প কেন্দ্রের নিকটতম প্রধান শহর মারাকেচের বাসিন্দারা বলেছেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পুরানো শহরে কিছু বিল্ডিং ধসে পড়েছে। স্থানীয় টেলিভিশনে ভাঙা গাড়ির ওপর ধ্বংসস্তূপ পড়ে থাকা একটি মসজিদের মিনারের ছবি দেখানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, বেশিরভাগ মৃত্যু পাহাড়ি এলাকায় হয়েছে যেখানে পৌঁছানো কঠিন। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা মনতাসির ইত্রি জানান, পাহারের বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং গ্রামের লোকেরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।