স্কুলে ছাত্রীদের জন্য আবায়া নিষিদ্ধ করলো ফ্রান্স

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত প্রতীকী ছবি

সংগৃহীত প্রতীকী ছবি

স্কুলের ছাত্রীদের জন্য মুসলিম মেয়েদের পোশাকের উপর পরার আবায়ার উপর সোমবার (৪ সেপ্টেম্বর) নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে ফরাসি কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, সরকার গত মাসে ঘোষণা করে যে, তারা স্কুলে আবায়া নিষিদ্ধ করছে। তাদের মতে, এটি শিক্ষায় ধর্মনিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করে।

বিজ্ঞাপন

ফ্রান্স ইতিমধ্যেই মুসলিম মাথার স্কার্ফও নিষিদ্ধ করেছে, কারণ এটি ধর্মীয় অনুষঙ্গ প্রদর্শন করে।

ফরাসি কর্তৃপক্ষের ওই পদক্ষেপের পর কট্টর-বামরা যুক্তি দিয়েছে যে, এটি নাগরিক স্বাধীনতার প্রতি অবমাননার প্রতিনিধিত্ব করে।

ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন উত্তর ফ্রান্সের একটি স্কুল পরিদর্শনের সময় বলেন, ‘আজ সকাল থেকে সবকিছু ঠিকঠাক চলছে। এক মুহূর্তের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের সজাগ থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা এই নিয়মের অর্থ বুঝতে পারে।’

তিনি আরও বলেছেন, এখনও নির্দিষ্ট সংখ্যক স্কুল রয়েছে, যেখানে মেয়েরা আবায়া পরে এসেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু অল্পবয়সী মেয়ে আবায়া অপসারণে রাজি হয়েছে। আমরা বাকিদের সঙ্গে আলোচনা করব এবং শিক্ষাগত পদ্ধতি ব্যবহার করব ব্যাখ্যা করার জন্য যে, এটি আইন প্রয়োগ করা হচ্ছে।’

শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল আরটিএল রেডিওকে বলেছেন, দেশটির কর্তৃপক্ষ বছরের শুরুতে নিষেধাজ্ঞা দ্বারা প্রভাবিত হতে পারে এমন ৫১৩টি স্কুল চিহ্নিত করেছিল।

তিনি বলেন, ‘স্কুলে যা হয় এবং স্কুলের বাইরে যা ঘটে-তার মধ্যে পার্থক্য রয়েছে। স্কুলে যা ঘটে তা আমার কাছে গুরুত্বপূর্ণ।’