নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ
ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক শাসকরা। আল-জাজিরা জানিয়েছে, এ বিষয়ে তারা দেশটির পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে এবং তার পরিবারের ভিসা বাতিল করা হয়েছে বলেও জানা গেছে। এরপরই ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্য নির্দেশ দেওয়া হয় পুলিশকে।
নাইজারের সামরিক প্রশাসন বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে ফরাসি রাষ্ট্রদূতের বহিষ্কারের খবর নিশ্চিত করেছে।
অভ্যুত্থানের প্ররোচনাকারীরা ফ্রান্সের কিছু পদক্ষেপকে নাইজারের স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করার প্রতিক্রিয়ায় ইত্তেকে ৪৮ ঘন্টার মধ্যে সেদেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
নাইজারের সামরিক কর্তৃপক্ষ বলেছে, ফ্রান্সের নাইজারবিরোধী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ফরাসি রাষ্ট্রদূত কর্তৃক নাইজারের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার আমন্ত্রণে সাড়া দিতে অস্বীকার করা।
নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘ফরাসি রাষ্ট্রদূত হিসাবে তার মর্যাদার সঙ্গে সংযুক্ত সুযোগ-সুবিধা এবং অনাক্রম্যতা আর উপভোগ করেন না। তার এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক কার্ড এবং ভিসা বাতিল করা হয়েছে। তাদের বহিষ্কারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’