বিচার বিভাগীয় রিমান্ডে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগে দুই সপ্তাহের জন্য বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, ওই রিমান্ডের খবর নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী।
এ্যাটক শহরের কারাগার প্রাঙ্গণে বুধবার (৩০ আগস্ট) একটি বিশেষ আদালতের কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার পর তথাকথিত সাইফার মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইমরানের হেফাজত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
ইসলামাবাদ হাইকোর্ট দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এবং তিন বছরের কারাদণ্ড স্থগিত করার একদিন পরে ইমরানের ওই বিচারিক রিমান্ডের খবর আসলো।
সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপন তথ্যের বিষয়বস্তু প্রকাশ্যে আনা এবং রাজনৈতিক লাভের জন্য এটি ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।
সাইফার মামলার শুনানির পরে খানের আইনজীবী সালমান সাফদার আল-জাজিরাকে বলেছেন, ‘আমরা আদালতে ইমরানের জামিনের আবেদন করেছি এবং আগামী শনিবার সেটির শুনানি হবে।’
তিনি বলেন, ‘আমরা কারাগারের ভেতরের বিচারকে চ্যালেঞ্জ করে আরেকটি আপিল দায়ের করে দাবি করেছি যে, ক্যামেরায় নয়, বরং একটি উন্মুক্ত মামলাটির শুনানি করা হোক।’