সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভে তুরস্কের সমর্থন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সমর্থন করেছেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর বিবিসির

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছেন এবং জানিয়েছেন, সুইডেনের সদস্যপদকে সমর্থন জানাবেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য একটি স্মরণীয় দিন।

সোমবার (১০ জুলাই) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে বসেন ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ। এরপরই এরদোয়ান তার মত পাল্টাতে সম্মত হন। ন্যাটোর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তারা লিথুয়াানিয়াতে অবস্থান করছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরদোগানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমি এরদোগান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি সুইডেনকে ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সুইডেনের ন্যাটোতে যোগদান আমাদের সকলকে নিরাপদ করে তুলবে।

এরদোয়ানের রাজি হওয়ার বিষয়ে ন্যাটো মহাসচিব সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি… প্রেসিডেন্ট এরদোয়ান সুইডেনের সদস্যপদের আবেদন সংসদে পাঠাতে এবং দ্রুত সময়ের মধ্যে এটির অনুমোদন দিতে সম্মত হয়েছেন।