ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য: পুতিন ঘনিষ্ঠ এরদোয়ান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ন্যাটো সদস্য পদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (৮ জুলাই) সকালে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান একথা বলেন। খবর সিএনএনের।

বিজ্ঞাপন

এরদোগান বলেন, ইউক্রেন যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য তাতে কোনো সন্দেহ নেই। তবে দুই পক্ষের শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, একটি ন্যায্য শান্তি কোনো পরাজয় সৃষ্টি করে না।

জেলেনস্কি এরদোগানকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞ। শান্তির সূত্র হলো— আমাদের দেশ, আমাদের জনগণ এবং আমাদের স্বার্থের সুরক্ষা।

আগামী মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি তুরস্ক সফরে রয়েছেন। আসন্ন বৈঠকে তিনি ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্য পদ পেতে জোর তৎপরতা চালাচ্ছেন।

ন্যাটোর সদস্য পদ পেতে সমর্থন যোগাতে জেলেনস্কি ১১ থেকে ১২ জুলাই চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সফর করবেন।

এদিকে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ পুনর্ব্যক্ত করেছেন যে ইউক্রেন ন্যাটোর সদস্য হবে।