১৩৯ বছরের মধ্যে ‘সবচেয়ে গরম’ জুন দেখল যুক্তরাজ্য

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা রেকর্ড পরিমাণ বেড়েছে। যার প্রভাব দেখল যুক্তরাজ্য। চলতি বছরের জুন মাসে যুক্তরাজ্য নজির গড়ল গরম। এর আগে এত উষ্ণ জুন মাস দেখেননি ব্রিটেনবাসী। অন্তত এমনটাই বলছেন দেশটির আবহাওয়াবিদরা।

যুক্তরাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসে গড় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৩৯ বছরে সর্বোচ্চ। ১৮৮৪ সালে জুন মাসে এমনই গরম অনুভব করেছিল ইংল্যান্ড। সে বছরের তাপমাত্রা উষ্ণতম হিসাবে নজির তৈরি করেছিল দেশটি।

বিজ্ঞাপন

এর পর, ১৯৪০ সাল এবং ১৯৭৬ সালের জুন মাসে ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এ বছর সেই নজিরও ভেঙে গেল। কিন্তু কেন এমন তাপমাত্রা বৃদ্ধি? আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুর বদলই এর অন্যতম কারণ।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’। সংস্থার ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস এক বিবৃতিতে বলেছেন, চলতি বছরের জুন মাস ‘উষ্ণতম’ হিসাবে নতুন নজির তৈরি করেছে।

তিনি জানান, ১৯৫০ থেকে পাওয়া তাপমাত্রা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি জুন মাসে বিশ্বের গড় তাপমাত্রা অন্তত ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।