ইউক্রেনের পাল্টা আক্রমণ হবে কঠিন ও রক্তক্ষয়ী: মার্কিন জেনারেল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ হবে কঠিন এবং খুবই রক্তক্ষয়ী বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা ও জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

শুক্রবার (৩০ জুন) ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে এক সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইউক্রেনের অভিযানে প্রত্যাশার চেয়ে ধীরগতিতে অগ্রগতি হচ্ছে উল্লেখ করে জেনারেল মার্ক মিলি বলেন, এতে তিনি বিস্মিত নন। বরং ইউক্রেন অবিচলভাবেই সামনে এগোচ্ছে। তার কথায়, অভিযান একটু ধীর গতিতে চলছে। তবে এটি যুদ্ধের গতিপ্রকৃতিরই অংশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও পাল্টা অভিযানের মন্থরগতির বিষয়টি স্বীকার করেছেন। তবে এজন্য তিনি পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের প্রতিশ্রুত প্রশিক্ষণ দিতে দেরি করছে মিত্র পশ্চিমা দেশগুলো।

মার্ক মিলি বলেন, পাল্টা অভিযান অবিচলভাবেই এগোচ্ছে। মাইন পেতে রাখা পথে অনেক কঠিন অবস্থার মধ্যদিয়ে ইউক্রেনের সেনারা ধীরে ধীরে এগোচ্ছে। দিনে ৫০০ মিটার, ১ হাজার মিটার, ২ হাজার মিটার- এমন করে।

তিনি বলেন, কাগজ কলমের যুদ্ধ ও প্রকৃত যুদ্ধ আলাদা। প্রকৃত যুদ্ধে প্রকৃত মানুষ মারা যায়।

তিনি আরও বলেন, যুদ্ধটি খুব কঠিন হতে চলেছে। এটি খুব দীর্ঘ এবং এটি খুবই রক্তাক্ত হতে চলেছে।