মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে আগুন, তিন শিশুসহ নিহত ২৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যাু হয়েছে। এঘটনায় আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) দিবাগত রাত ২টার দিকে বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

বুলধানার পুলিশের ডিপুটি এসপি বাবুরাও মহামুনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস থেকে ২৫ জনের মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ‍ছিলেন। আহত আটজনকে উদ্ধার করে বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, বাসটি মহারাষ্ট্রের ইয়াবতমাল থেকে পুনের দিকে যাচ্ছিল। বুলধানায় এসে বাসটির টায়ার ফেটে এক্সপ্রেসওয়ের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনার বিষয়ে বুলধানা পুলিশের সুপারিনটেনডেন্ট সুনিল কদসনে বলেন, দুর্ঘটনায় ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। বাসের চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।