জাপানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলিতে দুই সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীর গুলিতে দুই সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার মধ্যাঞ্চলের গিফু শহরের ওই সামরিক কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, হত্যায় সন্দেহভাজন হিসেবে ১৮ বছর বয়সী এক প্রশিক্ষণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রশিক্ষণের সময় নতুন নিয়োগ পাওয়া ওই তরুণ আকস্মিক সহকর্মীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন।

বিজ্ঞাপন

নিহত দুই সৈন্যের মধ্যে একজনের বয়স ২৫ বছর। নিহত অপরজন এবং আহত সৈন্যের পরিচয় মেলেনি।

এ প্রসঙ্গে জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মাতসুনো হিরোকাজু বলেছেন, ঘটনাটির তদন্ত চলছে।