অর্থ সংকটে শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত
অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় ৯ মার্চ নির্ধারিত স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়ে দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, আগামী ৩ মার্চ জানানো হবে নির্বাচনের পরবর্তী তারিখ।
শ্রীলঙ্কার নির্বাচন কমিশন বলছে, প্রয়োজনীয় তহবিলের জন্য শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে তারা যোগাযোগ করেছে। আশা করছেন তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার ট্রেজারি সেক্রেটারি শীর্ষ আদালতকে বলেছেন, দেশটি নগদ সংকটের মুখোমুখি হচ্ছে এবং মন্ত্রিসভা তাকে শুধুমাত্র প্রয়োজনীয় কার্যক্রমের জন্য তহবিল বরাদ্দ করার নির্দেশ দিয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন, শ্রীলঙ্কা এখন অর্থনৈতিক সংকটের যে ঘূর্ণিতে আছে, প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব হলো দেশকে এই ঘূর্নী থেকে বের করে আনা।
ভাষণে যদিও তিনি সরাসরি বলেননি, তবে ইঙ্গিত দিয়েছিলেন— বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেশের টালমাটাল অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
শ্রীলঙ্কায় বর্তমান ক্ষমতাসীন সরকারে প্রেসিডেন্টের পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বেও আছেন বিক্রমাসিংহে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন ও ভোটগ্রহণ বাবদ অন্তত ১ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি প্রয়োজন।
গত বছর মার্চেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেবারও একই কারণে, অর্থাৎ অর্থনৈতিক সংকটের জেরেই স্থগিত করা হয়েছিল নির্বাচন।
দেউলিয়া দেশটি স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাইছে।