নেপালে প্লেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮
নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইয়েতি এয়ারলাইন্সের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এনডিটিভি এমন তথ্য জানিয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যার দিক থেকে এটি গত ত্রিশ বছরের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
এক বিবৃতিতে নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানায়, রোববারের বিমান দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। নেপালের ইতিহাসে এটি ভয়াবহ দুর্ঘটনা।
সংবাদমাধ্যমের খবরে বলে হয়, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। অবতরণের সময় বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন ধরে যায়।
এটিআর ৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন যাদের ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক। বিমানের ক্রু সদস্য ছিলেন চারজন।
দেশটির পুলিশ কর্মকর্তা অজয় কে. সি. বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এরইমধ্যে ৩১ জনের মৃতদেহ হাসপাতালে পাঠিয়েছি। তাছাড়া আরও ৩৩ জনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছি।
এএনআই সূত্রের খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে প্লেনটি।