আগে কখনো চীনে এতো সংক্রমণ দেখা যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন জুড়ে করোনাভাইরাসের নতুন উপরূপের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি সংস্থার আশঙ্কা, করোনা সংক্রান্ত তথ্য গোপন করতে পারে দেশটি।

বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চীনে করোনার এতো সংক্রমণ আগে কখনো দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আশা করছি, চীন এ সংক্রান্ত তথ্য দেবে এবং আমাদের সুপারিশগুলো পর্যালোচনা করে দেখবে।

কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

বিজ্ঞাপন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের অতিমারি পরিস্থিতি সম্পর্কে খুব সামান্য তথ্যই প্রকাশ্যে এসেছে। উহানে চীনের সরকারি পরীক্ষাগারে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠলেও চীন বরাবরই তা অস্বীকার করে এসেছে। এ সংক্রান্ত তথ্যও তারা প্রকাশ্যে আনেনি বলে অভিযোগ পশ্চিমা সংবাদমাধ্যমের একাংশের।

ভাইরাস বিশেষজ্ঞেরা বলেছেন, এই শীতে তিনটি কোভিড-ঢেউ আছড়ে পড়তে চলেছে চীনে।

করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর কারণেই চীন জুড়ে শুরু হয়েছে নতুন সংক্রমণের ঢেউ।

এই পরিস্থিতিতে তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকাকরণের কাজ শেষ করার জন্য তারা বেইজিংকে প্রয়োজনীয় সহায়তা করবেন। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা পালনের বিষয়েও বেইজিংয়ের কাছে আবেদন জানান তিনি।

প্রায় ৩ বছর ধরে অতিমারিতে ভুগছে গোটা পৃথিবী। ৪০ কোটির উপরে সংক্রমণ। প্রাণ গিয়েছে প্রায় ৬০ লাখ মানুষের। এখনও জানা নেই, কবে শেষ হবে অতিমারি। এ অবস্থায় আমেরিকা-ইউরোপের দেশগুলো আগেই ঘোষণা করেছে— করোনা সঙ্গে নিয়েই বাঁচতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বলছে, করোনাভাইরাসের আরও ভয়ানক রূপ তৈরি হতে পারে ভবিষ্যতে। ফলে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীদের জন্য আরও কঠিন সময় আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।