কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে গুলি করে হত্যাচেষ্টা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত (হেড অব মিশন) উবায়দুর রহমান নিজামনিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এসময় তিনি অল্পের জন্য বেঁচে যান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২ ডিসেম্বর) জানিয়েছে, মিশন প্রধান উবায়দুর রহমান নিজামনি রাজধানী কাবুলে অবস্থিত দূতাবাস প্রাঙ্গণে হাঁটতে বের হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে ওই নিরাপত্তারক্ষী নিজের বুক পেতে তিনটি গুলি নেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

এঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে লিখেছেন, কাবুলে পাকিস্তানের হেড অব মিশনের ওপর নৃশংসভাবে হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা করছি।

তিনি আরও লিখেন, হামলাকারী পাকিস্তানি কূটনীতিকের ক্ষতি করতে ব্যর্থ হয়েছিল, তবে তার নিরাপত্তারক্ষী গুলিতে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিরাপত্তারক্ষীর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আমি অবিলম্বে এই জঘন্য কাজের অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি করছি, বলেন পাক প্রধানমন্ত্রী।

দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছে, এক ব্যক্তি বাড়ির আড়াল থেকে এসে কিছু বুঝে উঠার আগেই গুলি চালাতে শুরু করে। তিনি বলেন, রাষ্ট্রদূত এবং অন্য কর্মীরা নিরাপদ, তবে আমরা সতর্কতা হিসেবে দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।