এনডিটিভির মালিকানা পেতে আরও একধাপ এগুলো আদানি গ্রুপ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) মালিকানা পেতে আরও একধাপ এগুলো আদানি গ্রুপ।

সোমবার (২৮ নভেম্বর) এনডিটিভির প্রতিষ্ঠাতাদের দ্বারা সমর্থিত একটি সত্তা আদানি গ্রুপকে শেয়ার ইস্যু করেছে। এর ফলে ২৯.১৮ শতাংশ শেয়ারের ওপর নিয়ন্ত্রণ দেবে আদানি গ্রুপ।

বিজ্ঞাপন

এদিকে এনডিটিভির অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কিনতে ওপেন অফার ঘোষণা করেছে দেশটির শীর্ষ ধনী বিখ্যাত শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ। এনডিটিভি জানিয়েছে, ওপেন অফার শুরু হবে ২২ নভেম্বর। শেষ হবে ৫ ডিসেম্বর।

জেম ফাইনান্সিয়াল জানিয়েছে তারা এই শেয়ার কেনার বিষয়টি পরিচালনা করবে। ৪ রুপি ফেসভ্যালুসহ ১ দশমিক ৬৪ কোটি শেয়ারের প্রতিটির মূল্য দাঁড়াবে ২৯৪ রুপি। ভারতীয় স্টক এক্সচেঞ্জ (বিএসই) জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাবলিক শেয়ারহোল্ডারদের দখলে ছিল এনডিটিভি কোম্পানির শেয়ারের ৩৮.৫৫ শতাংশ । এখন আদানি গ্রুপের ওপেন অফারটি সফল হলে, এনডিটিভিতে আদানি গ্রুপের মোট শেয়ারের পরিমাণ দাঁড়াবে ৫৫ শতাংশ।

এর আগে এ বছরের ২৩ আগস্ট আদানি গ্রুপের মালাকাধীন বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড ঘোষণা দেয়, আরআরপিআর (রাধিকা রায় এবং প্রণয় রায়) কোম্পানিকে দেয়া ৪শ' কোটি রুপি ঋণ ২৯ শতাংশ শেয়ারে পরিণত হবে। এতে এনডিটিভির ২৯ শতাংশ শেয়ারের মালিক হয়ে যায় তারা। পরে আরও ২৬ শতাংশ শেয়ার প্রাপ্তির জন্যে এ বছরের ১৭ অক্টোবর ওপেন অফারের ঘোষণা দেয় সংস্থাটি। পরে ঘোষণা স্থগিত করে তারা।