ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট জয়ী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঘোষিত ফলাফলে ডানপন্থী এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) ৬৪টি আসন পেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন দল । তার প্রতিদ্বন্দ্বী ইয়ার লাপিদ ও তার সহযোগী দলগুলো পেয়েছে ৫১টি আসন।

বিজ্ঞাপন

নির্বাচনে জয়ী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইয়ার লাপিদ। ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অধীনস্তদের একটি নির্দেশনাও দিয়েছেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে।

এর আগে, বুধবার ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়। তখন নেতানিয়াহু সমর্থকদের বলেছিলেন, তাঁরা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন। এ সময় তিনি একটি টেকসই সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর এখন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে সরকার গঠনের প্রস্তাব দেবেন নেতানিয়াহু।

বিজ্ঞাপন