সংকটে অন্য দেশকে সাহায্য করা বন্ধ রাখতে পারেন ঋষি!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ঘোরতর সংকটময় সময়ে গুরুদায়িত্বে ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সংকট মোকাবিলায় তিনি যে নানাবিধ সংস্কারের পথে হাঁটবেন, তা আগেই ইঙ্গিত পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরও দু’বছরের জন্য অন্য দেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়া থেকে বিরত থাকতে চলেছে ব্রিটেন।

বিজ্ঞাপন

ব্রিটেন তাদের জাতীয় আয়ের ০.৫ শতাংশ খরচ করত অন্যান্য দেশকে সাহায্য করার জন্য। কোভিড অতিমারির সময়ে ব্যয় সংকোচন করার জন্য এই অনুদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বরিস জনসনের মন্ত্রিসভা। বরিস মন্ত্রিসভার তৎকালীন অর্থমন্ত্রী সুনাক জানিয়েছিলেন, ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে বিদেশে অনুদান খাতে ব্যয় হওয়া অর্থের অন্তত ০.৭ শতাংশ ফিরিয়ে আনতে হবে।

তবে দেশটির একটি সংবাদমাধ্যমের দাবি, ২০২৬-২৭ অর্থবছরের পরেও বিদেশে অনুদান দেওয়া বন্ধ রাখতে পারে ব্রিটেন। পরবর্তী সময়ে তা চালু করলেও ভবিষ্যতে অনুদান বাবদ ব্যয়বরাদ্দ আরও কমতে পারে।

প্রসঙ্গত, খাদ্য এবং জ্বালানির দাম বৃদ্ধিতে নাজেহাল ব্রিটেনবাসী। এই পরিস্থিতিতে আগের মন্ত্রিসভার কাট ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত রাখতে চলেছে সুনাক মন্ত্রিসভা।