বরিসের অনুরোধ উপেক্ষা করে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি সুনকও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটেনের শাসক দল কনজ়ারভেটিভ পার্টির ভাবমূর্তি রক্ষার স্বার্থে ঋষি সুনককে প্রধানমন্ত্রী পদে না লড়ার অনুরোধ জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু যার মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভার সামলেছেন, সেই জনসনের অনুরোধ কার্যত উপেক্ষা করেই দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নাম লেখালেন ঋষি সুনক।

রোববার (২৩ অক্টোবর) এক টুইটবার্তায় তিনি এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

টুইটে তিনি লেখেন, ব্রিটেন মহান দেশ হলেও বর্তমানে গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে। দেশের অর্থনীতিকে বাঁচাতেই তিনি আরও এক বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হয়ে তার করণীয় কী তা-ও স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই কনজ়ারভেটিভ রাজনীতিক।

সুনকের কথায়, আমি দেশের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে চাই। দলকে একত্রিত করে দেশকে সুশাসন উপহার দিতে চাই।

সুনকের দাবি, কনজ়ারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি সংসদ সদস্যের সমর্থন তার সঙ্গে রয়েছে। জনসন শিবিরের দাবি, তার পিছনেও ১০০ জন সংসদ সদস্য রয়েছেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার দায় নিয়ে কিছু দিন আগেই ইস্তফা দিয়েছেন দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ফলে তিন মাসের মধ্যেই আরও এক বার দল এবং সরকারের নতুন প্রধানকে নির্বাচন করতে হবে কনজারভেটিভ পার্টিকে।